রহমত নিউজ 24 October, 2025 01:24 PM
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার পর পঞ্চগড়ে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। একই সাথে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কথিত হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকন-এর ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুর আলম আকন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি, সন্ত্রাসী সংগঠন ইসকন সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য গায়ে পরে হামলা করছে। এর নিকৃষ্টতম উদাহরণ হলো, চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কুমার দাস গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে সহিংসতা করে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা। এছাড়াও মন্দির দখল করে আস্তানা গড়ে তোলা, শিশু নির্যাতন ও জমি দখলের মতো অন্যায় কর্মকান্ডে লিপ্ত। তাদের কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও ইসরাইলের মতো চরমপন্থী গোষ্ঠীর কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
তারা জোর দিয়ে বলেন, এই ধারাবাহিক জঘন্য তৎপরতার অংশ হিসেবেই আলেম সমাজকে স্তব্ধ করার জন্য টঙ্গীর জনপ্রিয় আলেম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে টার্গেট করা হয়েছে, যা দেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। অপহৃত মুহিবুল্লাহ মিয়াজীকে বেশ কয়েকবার হুমকিমূলক চিঠি পাঠানোর পর সরকার যথাযথ পদক্ষেপ নিলে এমন ঘটনা ঘটতো না।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল দেশবিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে। মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ ও নির্যাতনকারী সকল দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি এই ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীকে অতিদ্রুত নিষিদ্ধ না করে তাহলে ইসকনের সন্ত্রাসী তৎপরতায় দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে।